| দুপুর ২:২৫ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

লোক লোকান্তরঃ  করোনা পরিস্থিতিতে বিদ্যমান লক ডাউন উপেক্ষা করে ময়মনসিংহে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা পায়ে হেটে যাওয়া- আসা করছে। এসময় এক শ্রেনীর সুবিধাবাদীরা ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নামে মহাসড়কে চাঁদা আদায় করে আসছে।

 

বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কাছে পৌছলে তার নির্দেশে জেলা গোয়েন্দা শাখা চাঁদাবাজদের গ্রেফতার করে । জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম সোমবার সকালে ছদ্মবেশে ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড় হইতে চাঁদা আদায় করা কালে হাতেনাতে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেন।

 

এই ৩ জন হল – মোয়াজ্জেম হোসেন, দেলোয়ার হোসেন ও ইয়াকুব আলী। তারা বিভিন্ন গাড়ীতে যাত্রী উঠানোর কথা বলে গাড়ীর চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।

 

এছাড়া ভালুকার গোয়ারী জোনাকি টেক থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৭ অপরাহ্ণ | মে ১৮, ২০২০