| ভোর ৫:৪৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কাবা শরীফ অবমাননাকারী যুবক গ্রেপ্তার

লোক লোকান্তরঃ   কাবা শরীফ অবমাননাকারী সুমন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সদর ইউনিয়নের জামিরাকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘গতকালই সুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।’

 

আজ সোমবার গ্রেপ্তার ওই যুবককে জামালপুর আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

এর আগে মুসলমানদের পবিত্র কাবা ঘরের ছবিতে পা উঁচিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন সুমন দাস। মহান আল্লাহকে অকথ্য ভাষায় গালি দেয়। এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মাঝে বিশেষ করে আলেম উলামা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে।

 

পরে এ বিষয়ে রোববার স্থানীয়ভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়। ওই সময় ক্ষুব্ধরা সুমন দাসকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে দুই ঘণ্টা সময় বেঁধে দেয় এবং তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ফুটানি বাজার থেকে সুমন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এরপর বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের অনুরোধে বিক্ষুব্ধরা সবাই ঘরে ফিরে যায়।

সর্বশেষ আপডেটঃ ৪:২১ অপরাহ্ণ | মে ১১, ২০২০