| বিকাল ৩:০০ - বৃহস্পতিবার - ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবারও বিএসএফের পুশইন চেষ্টা, ব্যর্থ করে দিল বিজিবি

লোক লোকান্তরঃ  আবারও এক মানসিক ভারসাম্যহীনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। পরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ-ভারতের খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদী দিয়ে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ভারত-বাংলাদেশের রামগড় সীমান্তের থানা ঘাট এলাকার ফেনী নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে।

 

রামগড়ের স্থানীয় জনগণ বিষয়টি দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি জওয়ানরা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুশইন চেষ্টা ব্যর্থ করে দেন।

 

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বিজিবির প্রতিরোধের মুখে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ ফেরত নেয়।

 

তবে দুই পাড়ে উত্তেজনা বিরাজ করায় রামগড়ের মহামুনী এলাকায় নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এলাকায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার রাত পৌনে ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান।

 

বৈঠকে মানসিক ভারসাম্যহীন ওই নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।

 

প্রসঙ্গত, এর আগে গত ২ এপ্রিল ভারত- বাংলাদেশ সীমান্তের একই এলাকা দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে অবৈধভাবে পুশইন করে বিএসএফ।

সর্বশেষ আপডেটঃ ১০:০৯ পূর্বাহ্ণ | মে ০২, ২০২০