| দুপুর ২:০৩ - শুক্রবার - ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

বিক্রি হবে চাঁদ থেকে খসে পড়া এক টুকরো পাথর

লোক লোকান্তরঃ  চাঁদ থেকে খসে পৃথিবীতে এসে পড়া এক টুকরো পাথর, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘এনডব্লিউএ ১২৬৯১’। চাঁদ থেকে পাওয়া পাথরগুলোর মধ্যে এটি পঞ্চম বৃহত্তম। বর্তমানে এইটি বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ পাথরের ওজন ৩০ পাউন্ড বা সাড়ে ১৩ কেজি। লন্ডনের ক্রিস্টি নিলাম হাউসে বিক্রি হচ্ছে এই দুলর্ভ বস্তু।

 

এর নির্ধারিত মূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মূদ্রায় প্রায় ২১ কোটি ১০ লাখ টাকা!)। তবে পাথরটি নিলামে বিক্রি হচ্ছে না।

এ বিষয়ে ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমন হাইসলপ বলেন, বিরল এক ঘটনায় পাথরটি পৃথিবীবাসীর কাছে এসে পৌঁছেছে। চাঁদের বিশ্বমানের নমুনা সংগ্রহের এটি একটি অসাধারণ সুযোগ।

 

চাঁদের ওপর উল্কাপাতের ফলে দুই বছর আগে পাথরটি কমপক্ষে ২ লাখ ৩৯ হাজার মাইল পাড়ি দিয়ে সাহারা মরুভূমিতে পড়ে। এটি অনেকটা ফুটবলের আকার।

 

১৯৭২ সালে অ্যাপোলো সিক্সটিনের নভোচারীদের আনা চাঁদের পাথর ‘বিগ মুলি’র ওজন ছিল ২৬ পাউন্ড বা ১১.৭ কেজি। ‘এনডব্লিউএ ১২৬৯১’ তার চেয়েও বড়।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৪ পূর্বাহ্ণ | মে ০২, ২০২০