ময়মনসিংহে চিকিৎসক নার্সসহ ২৪জন করোনা সনাক্ত
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই ধাপে শুক্রবার বিভাগের চার জেলা থেকে আসা মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ২৪ জনের কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
এর মধ্যে, ময়মনসিংহ জেলায় ২০ জন এবং জামালপুরে চারজন।
ময়মনসিংহের ২০জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের রেজিষ্ট্রারসহ ৬ ডাক্তার ও সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ১৮, মমেক হাসপাতালের সার্জারী ইউনিটের ১ রোগী এবং মুক্তাগাছায় একজন রয়েছে।
এছাড়া জামালপুরের ৪ জনের মধ্যে সরিষাবাড়ি ২জন ও বকশিগঞ্জ ২ জন। তবে শুক্রবার নেত্রকোনা ও শেরপুরের নমুনায় পজিটিভ পাওয়া যায়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য জানিয়েছেন।