| দুপুর ১:৪৮ - সোমবার - ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ   ময়মনসিংহে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় একজন ও ত্রিশাল উপজেলায় মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

 

সোমবার এই দুইজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ময়মনসিংহের চার জেলায় গতকাল রাত পর্যন্ত নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মশিউল আলম জানান, সোমবার দুপুরে ত্রিশাল উপজেলায় একজনের মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

 

জানা যায়, ত্রিশালে ২০ বছর বয়সী এক তরুণ গতকাল নিজের বাড়িতে জ্বর–শ্বাসকষ্টে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা শেষে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি গাজীপুরের জৈনা বাজার এলাকায় ব্যবসা করতেন। সেখান থেকে এক সপ্তাহ আগে নিজের বাড়িতে যান।

 

অন্যদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ শহরের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিতে আসা আরেক আক্রান্ত ব্যক্তি গতকাল রাত ১১টার দিকে মারা যান। ওই ব্যক্তি ঢাকার একটি বাইং হাউজে কর্মরত ছিলেন।

 

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান বলেন, গত ১০ এপ্রিল ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকা থেকে তার গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জ পৌরসভার ঠোটাপাড়া গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ১৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়।

 

পরবর্তীতে ১৫ এপ্রিল তার নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিন রাতেই তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আনা হয়। কিন্তু তীব্র শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

 

তিনি আরও বলেন, ওই ব্যক্তির মারা যাওয়ার খবর একই হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা তার স্ত্রী ও স্বজনদের জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ওই ব্যক্তির মরদেহ ময়মনসিংহেই দাফন করতে হবে। তবে মৃত ব্যক্তির পরিবার মরদেহ নিতে চাইলে ময়মনসিংহে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তারা মরদেহ দেওয়ানগঞ্জ নিয়ে যাবার অনুমতি দিলে জামালপুরের স্বাস্থ্য বিভাগ দাফনে তার পরিবারকে সার্বিক সহযোগিতা করবে।

 

ময়মনসিংহ বিভাগের চার জেলায় এখন পর্যন্ত মোট ১১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৬ জন, নেত্রকোনায় ২৯ জন, জামালপুরে ২৮ জন এবং শেরপুর জেলায় ২৪ জন। আর করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের।

সর্বশেষ আপডেটঃ ৬:২৪ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২০