| দুপুর ২:০৫ - সোমবার - ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

সোমবার ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত আরো ১৬ জন

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ সোমবার বিভাগের চার জেলা থেকে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মাঝে  ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ জানিয়েছেন, ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ১৬  জনের মাঝে ময়মনিসহে- ৩ জন,  জামালপুরে-১ শেরপুরে- ৭ জন, নেত্রকোনায় – ৫ জন করোনা আক্রান্ত হয়েছে।

 

জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও ২ জন ও ত্রিশাল ১ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।

নেত্রকোনার আটপাড়া ২ জন, কলমাকান্দা ১ জন, কেন্দুয়া ১ জন ও  মদন ১ জনসহ মোট ৫ জন আক্রান্ত হয়েছে।

শেরপুর সদরে ৩ জন, ঝিনাইগাতি ৩ জন, নকলা ১ জনসহ মোট ৭ জন এবং

জামালপুরের মাদারগঞ্জে ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

 

গতকাল রবিবার বিভাগের চার জেলা এবং ঢাকা বিভাগের দুই জেলা থেকে ৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ডাক্তারসহ ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সর্বশেষ আপডেটঃ ৮:০০ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২০