| সকাল ১১:০৩ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালকের করোনা শনাক্ত

লোক লোকান্তরঃ   ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালকের গতকাল শনিবার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁকে নিজ বাড়িতে আইসোলেশন ছাড়াও পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

ঈশ্বরগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান সাংবাদিকদের জানান, ওই স্টাফ তাঁর ব্যক্তিগত গাড়ির চালক। তবে তিনি এখনও সরকারি গাড়ি পাননি। চালকের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের একটি গ্রামে। তিনি সেখান থেকে হাসপাতালে এসে ল্যাব সহকারীর কাজ করেন।

 

একজন স্টাফের দেহে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য তিনি (চালক) যার যার সংস্পর্শে এসেছিলেন তাদের কয়জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

প্রশ্ন করা হলে ডা. নুরুল হুদা বলেন, আপাতত সামাজিক দূরত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিন চার কর্মদিবস পার হওয়ার পর আমরা নিজেদের টেস্টগুলো করাব। টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে। এখনই হাসপাতাল বন্ধ করতে চাইছি না।

 

জানা যায় এ পর্যন্ত ঈশ্বরগঞ্জে সাত জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩:৩২ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০২০