| দুপুর ২:১৬ - সোমবার - ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

শুক্রবার ময়মনসিংহ বিভাগে আরো ১৮ জনের করোনা প‌জিটিভ

নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার বিভাগের চার জেলার ৯৪ জনের প্রথম দফা পরীক্ষা হয়েছে।

 

এর মাঝে ময়মনিসহে-১ (গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাদিয়া ইশরাত রানী),

শেরপুরে-২ (নকলা হাসপাতালের দুই ডাক্তার নোমান ও সৌরভ কুমার সরকার),

নেত্রকোনা-১ (বারহাট্টা বে-সরকারি কিনিকের ম্যানজার জাকির হোসেন)

এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আব্দুল হাই এর মাঝে করোনার পজিটিভ পাওয়া গেছে।

 

অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিভাগের চার জেলার ৯৪ জনের দ্বিতীয় দফায় পরীক্ষা  হয়েছে। এর মাঝে শেরপুরে-৪ নেত্রকোনা-৪, জামালপুরে-৫ করোনার পজিটিভ পাওয়া গেছে।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ ও ডিআইওয়ান ইমরান আল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

 

এদিকে শুক্রবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৯ হয়েছে। সদরে-১, গফরগাঁওয়ে-১০, ঈশ্বরগঞ্জে-৫, মুক্তাগাছায়-১ জন, ফুলপুরে ১ জন ও হালুয়াঘাটে ১ জন করোনায় শনাক্ত।

 

এর মাঝে প্রথমবার ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শ্রমিক আব্দুল কাদির গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে।  ৫ দিন এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা গেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:১১ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০২০