| সকাল ৯:৫৮ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ‘অভাবের চাপে’ চিরকুট লিখে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ   ‘অভাব আর সন্তানের চাপে’ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ময়মনসিংহের ধোবাউড়ায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

 

সোমবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গিলাগড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,গিলাগড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী আয়েশা খাতুন (৩০) বাড়ির টয়লেটে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

 

আত্মহত্যার কারণ উল্লেখ করে একটি চিরকুটে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নই। সংসারের অভাব ও সন্তানের চাপে ওই গৃহবধূ খুব টেনশনে রয়েছি। এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করছি।

 

স্থানীয়রা জানায়, আয়েশার ৫টি সন্তান রয়েছে। একজনের বয়স ৫ মাস। এরই মাঝে আবারও ওই গৃহবধূ ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এছাড়া রয়েছে ঋণের বোঝা।

 

এ ব্যাপারে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদের পরিবার খুবই দরিদ্র ছিল তা তিনি জানেন।

 

ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং চিরকুটের কথাই তার মৃত্যুর কারণ বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।

সর্বশেষ আপডেটঃ ৬:৪২ পূর্বাহ্ণ | এপ্রিল ১৪, ২০২০