বিজয়ের মাসে ফেরদৌস-পূর্ণিমা
বিনোদন: বিজয়ের মাসে পর্দায় আসছেন ফেরদৌস ও পূর্ণিমা। মুক্তি পাবে তাদের চলচ্চিত্র ‘গাঙচিল। ঠিক এমনটাই জানালেন এর নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। তিনি বলেন, ‘এখন আমাদের তৃতীয় লটের কাজ নোয়াখালীতে চলছে। দুএকেই এটি শেষ হবে। এখন পর্যন্ত ৫০ শতাংশ কাজ হলো। এগুলো এডিটিংয়ের জন্য আমরা পাঠিয়ে দেবো। আর আগামি দুই মাসের মধ্যে ছবির সব কাজ শেষ হবে। আশা করছি ডিসেম্বরেই এটি পর্দায় আসবে। এ ছবিতে নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন আর নায়িকা পূর্ণিমাকে দেখা যাবে একজন এনজিও কর্মীর চরিত্রে।
১৯ আগস্ট থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে এটির তৃতীয় লটের কাজ শুরু হয়েছে। মাঝে কয়েক দিন বিরতি দিয়ে সেখানেই চতুর্থ ও পঞ্চম লটের কাজ হবে। ‘গাঙচিল’-এর গল্প সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ¯^নামের উপন্যাস থেকে নেওয়া। মন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার একটি গ্রামের নাম গাঙচিল। মূলত এ গ্রামের মানুষের জীবনযাত্রার প্রতিদিনের চিত্র নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। গাঙচিলের চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। সিনেমায় অতিথি হিসেবে একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।