| রাত ১১:২৪ - মঙ্গলবার - ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে দুটি প্রতিষ্ঠানকে প্রায় ২ লক্ষ টাকা জরিমানা

ত্রিশাল প্রতিনিধিঃ    লাইসেন্স বিহীন ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ময়মনসিংহের ত্রিশালে দুটি ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

সোমবার বিকেলে পৌর শহরে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন।

 

প্রতিষ্ঠান দুটি হলো লাইফ লাইন ডায়াগনোস্টিক সেন্টার ও মীর ফার্মেসী। এ দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভেজাল দ্রব্যের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন।

সর্বশেষ আপডেটঃ ১০:১২ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০১৮