| রাত ৩:৩০ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে খোলা হয়েছে নতুন ৪টি বিভাগ

ত্রিশাল প্রতিনিধি:  ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চারটি অনুষদের অধীন নতুন চারটি বিভাগ চালু হচ্ছে।

 

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি সাপেক্ষে দর্শন, পরিসংখ্যান, ব্যবস্থাপনা ও সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর জানান, নতুন চারটি বিভাগ যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ২৩ টি বিভাগের অধীনে ১১০৫ টি আসনের বিপরীতে ৫ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের আবেদন ৫ গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, ১১-১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ৪:১৭ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৮