| ভোর ৫:২৯ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে নাশকতার মামলা বিএনপি-জামাতের ৩৯ নেতাকর্মী আসামী

ত্রিশাল প্রতিনিধিঃ   আইন শৃংখলার অবনতি, দেশকে অস্থিতিশীল করাসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা নামকস্থানে রাস্তা অবরোধ করে যান চলাচল বিঘ্নকরছে অর্ধশতাধিক লোক- এমন সংবাদের ভিত্তিতে আইন শৃংখলা রক্ষায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুরের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে বিএনপি-জামাতের ৩৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।

 

সোমববার রাত সাড়ে ১২টার দিকে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোঃ রুবেল খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-২৮, তারিখ-৩০/১০/২০১৮ইং।

 

মামলায় পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মিলন, বালিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তাক, হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া, কানিহারী ইউনিয়ন শ্রমীক দলের সাবেক সভাপতি রেজাউর রহমান নিরব মেম্বারসহ ৩৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘঠনাস্থল থেকে ৩জনকে গ্রেফতার করে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ত্রিশাল থানার (এস.আই) মোঃ আব্দুল কাইয়ুম জানান, আসামীদের মধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০২ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০১৮