| সকাল ৬:১৫ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভারতেই তৈরি হচ্ছে জাগুয়ার গাড়ি

লোক লোকান্তরঃ  ইংল্যান্ডের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার। ২০১৬ সালে ভারতে এই গাড়ি আমদানি শুরু হয়। দুই বছর পর এবার ভারতেই এই গাড়ির উৎপাদন শুরু হয়েছে। ইতোমধ্যে জাগুয়ার গাড়ির দেশটির বাজারেও এসেছে।

 

মেড ইন ইন্ডিয়া জাগুয়ার এফ-পেস মডেলের একটি গাড়ি সম্প্রতি ভারতে অবমুক্ত করা হয়েছে। দাম ৬৩.১৭ লাখ রুপি থেকে শুরু।

 

জাগুয়ার এফ-পেস স্পোর্ট ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি।

 

ভারতের মাটিতেই অ্যাসেম্বল করা হয়েছে গাড়িটিকে৷ গাড়িটিতে থাকছে অত্যাধুনিক ফিচারস৷ যার মধ্যে পার্ক অ্যাসিস্ট, ৩৬০-ডিগ্রি পার্কিং সেন্সরস, ড্রাইভার কন্ডিশন মনিটর, ১০.২ ইঞ্চ টাচস্ক্রিন, ওয়াই-ফাই হটস্পট ইত্যাদি৷

 

পেট্রোল ও ডিজেল ইঞ্জিন ভার্সনে গাড়িটি বাজারে ছাড়া হয়েছে। ডিজেল ভার্সনের দাম ৬৩.৫৭ লাখ রুপি।

 

জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া লিমিটেড এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর রোহিত সূরি বলেন, দুই বছর ধরে ‘জাগুয়ার এফ পেস’ মডেলের গাড়িটি মার্কেটে জাগুয়ার ফ্যান এবং গ্রাহকদের সন্তুষ্ট রেখেছে৷ এবার ২০১৯ এর মডেলে এলো জাগুয়ার এফ পেস। মডেলটিতে যোগ করা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচারস৷

সর্বশেষ আপডেটঃ ২:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০১৮