| রাত ১২:৪২ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

লোক লোকান্তরঃ  এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে অল্পের জন্য ছোঁয়া হয়নি বহুকাঙ্ক্ষিত সোনালি সেই ট্রফিটি। ফাইনালের স্মৃতিগুলো এখনও সতেজ। যদিও এশিয়া কাপ এখন অতীত। মাত্র কয়েক দিনের বিরতি পাচ্ছেন মাশরাফিরা। এর পর ফের ক্রিকেটযুদ্ধে নেমে পড়তে হবে।

 

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে অতিথিদের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

 

আসছে ২১ অক্টোবর ঢাকায় হবে প্রথম ওয়ানডে। এরপর বন্দরনগরী চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে ২৪ ও ২৬ অক্টোবর ওয়ানডে সিরিজের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে তারা।

 

সীমিত ওভারের সিরিজ শেষে ‘চায়ের দেশ’ সিলেট যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আসছে ৩ নভেম্বর সেখানে শুরু হবে প্রথম টেস্ট।

 

এই ম্যাচ শেষ করে ঢাকায় ফিরবে উভয় দল। ১১ নভেম্বর রাজধানীতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আর টেস্ট খেলা প্রতিদিন শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

সর্বশেষ আপডেটঃ ২:৫০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০১৮