| রাত ১২:৫০ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ আটক ৪

লোক লোকান্তরঃ  টাঙ্গাইলের বাসাইল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের দাপনাজোর এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে আটকদের আদালতে পাঠায় পুলিশ।

 

আটকরা হলেন- মির্জাপুর উপজেলার অভিরামপুর এলাকার হাসমত আলীর ছেলে আনিছুর রহমান (২৩), মৃত আলাল উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩২), বিল্লাল সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩৫) ও একই উপজেলার ইন্নত খা চালা এলাকার মৃত আব্দুল করিম সিকদারের ছেলে নাঈম সিকদার (১৮)।

 

আটকদের কাছ থেকে ৪৮৫ পিস শাড়ি, থ্রি-পিস ৭৫টি, টু-পিস ১০টি এবং ১০ পিস ওড়না উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ বাসাইল-টাঙ্গাইল সড়কের দাপনাজোর এলাকা থেকে চারজনকে আটক করে। তবে এ সময় ভারত থেকে আনা ওই শাড়ির মালিক মির্জাপুর উপজেলার অভিরামপুর পূর্বপাড়ার আজিজুল হকের ছেলে লেবু মিয়া দৌড়ে পালিয়ে যান। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তাদের বহনকৃত পিকআপটি জব্দ করা হয়।

 

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, আটকদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৩১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০১৮