| সকাল ৮:৫১ - মঙ্গলবার - ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে রজব, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, বিচার দাবিতে বিক্ষোভ

ধোবাউড়া সংবাদদাতাঃ   ময়মনসিংহের ধোবাউড়ায় রনসিংহপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় বিক্ষোভ করে বিচার দাবি করেছে এলাকাবাসী।

 

বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে তারা।

 

এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। তিনি বলেন, শিক্ষক যদি মেয়েদের সাথে এমন আচরন করে তবে আমাদের মেয়েদের লেখাপড়া কিভাবে করাবো। এসময় তিনিও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

তবে ম্যানেজিং কমিটির সভাপতি ইসহাক আলী অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার আশ্বাস দেন। মিক্ষক শফিকুল ইসলাম এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।

 

কিন্তু ঐ শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৬, ২০১৮