| ভোর ৫:৩১ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে ময়মনসিংহের ৪ শিক্ষার্থী আটক

লোক লোকান্তরঃ  ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর পরিবর্তে অংশ নিতে যেয়ে ময়মনসিংহের ৪ শিক্ষার্থীসহ পাঁচজন আটক হয়েছে। এদের তিনজন বাকৃবি ও একজন ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

 

শুক্রবার সকালে টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর পরিবর্তে অংশ নিতে যেয়ে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, ম্যাটসের ভর্তি পরীক্ষায় একজনের পরীক্ষা আরেকজন দেওয়ার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান , ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তারকে আটক করা হয়।

 

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রের বাইরে থেকে তাদের সহযোগী বাকৃবির দুই শিক্ষার্থী মো. আশিকুর রহমান ও মেহেদী হাসানকে আটক করা হয়। অপরদিকে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে আরেকজনকে আটক করা হয়েছে। পরে তাদের টাঙ্গাইল মডেল থানায় পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ১১:৪২ পূর্বাহ্ণ | আগস্ট ০৪, ২০১৮