ময়মনসিংহে হোটেলে নিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষন, গ্রেফতার-১
ধোবাউড়া(ময়মনসংহ) প্রতিনিধি: ধোবাউড়া মহিলা কলেজ থেকে সদ্য এইচ.এস.সি পাস করা এক ছাত্রীকে ময়মনসিংহ সিলভার ক্যাসেল হোটেলে নিয়ে গনধর্ষন করার ঘটনা ঘটেছে।
বুধবার রাতভর ঐ ছাত্রীকে ধর্ষন করা হয়। এ ঘটনায় মুল ধর্ষক ধোবাউড়া বাজারের পপি বস্ত্রালয়ের মালিক সাইফুল ইসলাম কনককে বৃহস্পতিবার রাত ১০ টায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশসূত্রে জানা যায় মেয়েটির সাথে কনকের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু হোটেলে নিয়ে কনক তার কয়েকজন বন্ধুসহ ঐ ছাত্রীকে ধর্ষন করে। পরে মেয়েটির অবস্থা খারাপ দেখে একপর্যায়ে তাকে ফেলে কনক ধোবাউড়ায় চলে আসে।
নিরুপায় হয়ে মেয়েটি ময়মনসিহ কতোয়ালী থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে কনককে গ্রেফতার করা হয়। ধর্ষককে রাতেই কতোয়ালী থানা থেকে পুলিশ এসে ময়মনসিংহে নিয়ে যায়।
কতোয়ালী থানা পুলিশ জানায়, হোটেলে ধর্ষনের ভিডিও ফুটেজ রয়েছে এবং মেডিকেল টেষ্টে ধর্ষন প্রমানিত হয়েছে।