| রাত ৯:২৯ - শনিবার - ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ‘এসআইকে মারতে মারতে থানার বাইরে নিয়ে গেলেন আ. লীগ নেতা’

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের গৌরীপুরে থানায় গিয়ে মাদকসেবীকে ছাড়াতে না পেরে এসআইকে মারধর করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন।

 

আটক রুকনুজ্জামান পল্লব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ছাড়াতে না পেরে তিনি মারধরের ঘটনা ঘটান বলে পুলিশের ভাষ্য।

 

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ বলেন, “শুক্রবার রাতে তিন মাদকসেবীকে আটক করে পুলিশ। শনিবার সকালে তাদের ছাড়াতে আসেন রুকনুজ্জামান। আসামি না ছাড়ায় এসআই হাসানুজ্জামানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

 

“একপর্যায়ে পল্লব তাকে মারতে শুরু করেন। বেধড়ক মারতে মারতে থানার ভেতর থেকে বাইরে নিয়ে যান। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। মারধরে এসআইয়ের পোশাকের বোতাম ও নেমপ্লেট ছিঁড়ে গেছে।”

 

এসআইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি দেলোয়ার।

 

আর রুকনুজ্জামানকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুত্রঃ বিডি নিউজ

সর্বশেষ আপডেটঃ ৫:২৬ অপরাহ্ণ | জুন ০৯, ২০১৮