| রাত ৮:৫৮ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দিল্লি দরবার, গ্লোরিয়া জিন’স ও খুশবুকে জরিমানা

লোক লোকান্তরঃ  রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত অভিজাত চার রেস্তোরাঁ গ্লোরিয়া জিন’স কফি, দিল্লি দরবার, রাইস অ্যান্ড নুডলস ও খুশবুকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

৭ জুন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, গ্লোরিয়া জিন’স কফিকে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহারের দায়ে তিন লাখ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি তাদের সয়া সর্স, ভিনেগার, ব্রাউন সুগারসহ কয়েকটি পণ্যে বিএসটিআইয়ের নকল লোগো লাগিয়ে বিক্রি করছিল। এ কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কিছু খাবারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের লোগো না থাকায় আরও দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

 

তিনি জানান, দিল্লি দরবারের ফ্রিজে দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ করতে দেখা গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ, পচা-বাসি খাবার বিক্রির দায়ে রাইস অ্যান্ড নুডলসকে ৫০ হাজার ও একই অভিযোগে খুশবুকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৯ পূর্বাহ্ণ | জুন ০৮, ২০১৮