| সকাল ১১:৩৩ - বুধবার - ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আইপিএল বেটিংয়ে জড়িত বলিউড অভিনেতা আরবাজ

লোক লোকান্তরঃ  আইপিএল বেটিংয়ে এবার নাম জড়াল বলিউড অভিনেতা আরবাজ খানের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মহারাষ্ট্র পুলিশ। শনিবার তাঁকে থানে থানায় হাজির হতে বলা হয়েছে। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

২০১৩ সালে আইপিএল থেকে দু’বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে। এবার আইপিএল বেটিংয়ে নাম জড়াল সালমান খানের মেজ ভাই আরবাজ খানের। শুধু খান পরিবারেই নয়,  বলিউড জগত বড়সড় ধাক্কার সন্মুখিন হল।

 

মঙ্গলবার সনু জালান-সহ তিনজন বুকিকে মুম্বইয়ের কাছে ডোম্বিভলি নামক জায়গা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

তার কাছ থেকে জানা যায়, এসময় সনুর কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয় যেখানে সব ক্লাইন্ট এবং বুকির নাম আছে।

 

পুলিশ জানিয়েছে,  সনুর বেটিংয়ের ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১০০ কোটি টাকারও বেশি। রিমান্ডে আরবাজের নামও নেয় সে। আর তারপরই আরবাজকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বেটিংয়ে টাকা লাগিয়ে মোটা অঙ্কের অর্থ হেরেছেন আরবাজ খান। বুকি সনু জালানকে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ফেরত দিতে পারেননি তিনি। আর সেই কারণে নাকি তাঁকে লাগাতার হুমকি দিচ্ছিল সনু।

 

কিন্তু কীভাবে সনুর সঙ্গে যোগাযোগ হল আরবাজের, অভিনেতার সঙ্গে দাউদের সরাসরি কোনও যোগাযোগ হয়েছে কি না, এসবই আরবাজের কাছ থেকে জানতে চাওয়া হবে বলে জানা যায়।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ পূর্বাহ্ণ | জুন ০২, ২০১৮