| দুপুর ১:৩৩ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন

ফুলবাড়িয়া ব্যুরোঃ  অবশেষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ জনতা উচ্চ বিদ্যালয় ও কালাদহ মহাবিদ্যাল সংলগ্ন নিচু জমিতে প্রভাবশালীদের সৃষ্ট জলাবদ্ধতা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিরসন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লীরা তরফদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাইপ কালভার্টের উভয় মুখ খুলে দিয়ে পানি নিস্কাসনের ব্যবস্থা করেন।

 

প্রভাবশালী একটি পরিবারের পারিবারিক দ্বন্ধে সরকারী পাইপ কালভার্ট উভয় মুখ বন্ধ করে জলাবদ্ধতার সৃষ্টি করার কারনে জনতা উচ্চ বিদ্যালয় ও জনতা মহাবিদ্যালয়ের হাফবিল্ডিং ঘরসহ কৃষকের উৎপাদিত ফসল ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়া শুরু করলে স্থানীয়রা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লিখিত অভিযোগ করেন।

 

পরে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাইপ কালভার্টের উভয় মুখ খুলে দিয়ে পানি নিস্কাসনের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১১:৫৮ পূর্বাহ্ণ | জুন ০১, ২০১৮