| রাত ১১:০৪ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজারে নতুন তিনটি ফোন আনলো নকিয়া

লোক লোকান্তরঃ  নতুন তিন ফোন আনলো এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। নকিয়া ২.১, নকিয়া ৩.১ এবং নকিয়া ৫.১ নামের ফোনগুলো এর মধ্যে প্রথম দু’টি ফোন চলবে অ্যানড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমে। তৃতীয়টি চলবে ওরিও গো অপারেটিং সিস্টেমে।

 

বুধবার মস্কোয় একটি অনুষ্ঠানে ফোনগুলো বাজারে বিক্রির ঘোষণা দেয় এইচএমডি গ্লোবাল। এগুলো বাজেট স্মার্টফোন।

 

নকিয়া ২.১ ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। যা নোকিয়া ২-এর থেকে ২০ শতাংশ বড়। তবে ক্যামেরায় কোনও বদল করেনি নকিয়া। এই ফোনে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি স্টোরেজ রয়েছে। ফোনটিতে ৪০০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে নকিয়া।

 

নকিয়া ৩.১ ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে। ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেলফির জন্য এই ফোন পারফেক্ট বলা যেতেই পারে। ফোনটি ২জিবি ও ৩ জিবি র‌্যাম ভার্সনে মিলবে।

 

নকিয়া ৫.১ প্রিমিয়াম ফোন। ফোনটিতে রয়েছে ফুল মেটাল বডি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে মুঠোয় ধরার জন্য আদর্শ। সঙ্গে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সর্বশেষ আপডেটঃ ১০:৫৫ পূর্বাহ্ণ | জুন ০১, ২০১৮