| সকাল ১১:১১ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চার সন্তানের জনকের সাথে দুই সন্তানের জননীর পরকীয়া, বাধা দেয়ায় থানায় অভিযোগ

লোক লোকান্তরঃ  স্বামী লন্ডনপ্রবাসী, সেই সুযোগে চার সন্তানের জনকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন দুই সন্তানের জননী। আর এতে বাধা দেয়ায় বুধবার মা-বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই নারী।

 

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের পীর সৈদেরগাঁও গ্রামে।

 

স্থানীয়রা জানায়, প্রায় ১২ বছর আগে ওই গ্রামের তফজ্জুল আলীর বড় মেয়ে রিফা বেগমের (২৮) সঙ্গে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জ বালিচিরি গ্রামের লন্ডনপ্রবাসী ইদ্রিস উল্লার বিয়ে হয়। তাদের পরিবারে দুটি সন্তান রয়েছে।

 

রিফার স্বামী প্রবাসে থাকায় তিনি তার বাবার বাড়িতে থাকেন। এ সুযোগে একই গ্রামের আরশ আলীর ছেলে এবং চার সন্তানের জনক শাহজাহানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার মা-বাবা এই প্রেমে বাধা দেয়ায় রিফা বেগম ক্ষিপ্ত হয়ে বুধবার বাদী হয়ে তার বাবা তফজ্জুল আলী, মা মমতাজ বেগম (মিচিরা) ও ছোট ভাই সুয়েব আহমদকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

 

এ ব্যাপারে তার বাবা তফজ্জুল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি তাকে অনেক নিষেধ করার পরও সে আমার কথা না শুনে ক্ষুব্ধ হয়ে গত বুধবার আমার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

 

জাউয়াবাজার থানার এসআই সমিরুন দুপুরে তদন্তে এসে বলেন, রিফা বেগমের দায়ের করা অভিযোগ সঠিক নয়। তিনি রিফার এই অভিযোগকে মিথ্যা বলে মন্তব্য করেন।

 

ছবিঃ প্রতীকী

সর্বশেষ আপডেটঃ ১০:০৮ পূর্বাহ্ণ | মে ৩১, ২০১৮