| রাত ৮:৫০ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

একবার চার্জ দিলেই বাইকটি চলবে ৫০০ কিলোমিটার

লোক লোকান্তরঃ  এই প্রথম ভারতে তৈরি হলো ইলেকট্রিক সুপার বাইক। এই বাইকটির বিশেষত্ব হচ্ছে এটি এক চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে ২৫০ কিলোমিটার।

 

‘দ্যা ম্যানকেমন ইপি-১’ মডেলের এই বাইকটি একদল তরুণ প্রকৌশলী বানিয়েছে। এতে রয়েছে তিনটি রাইডিং মোড। কন্ট্রোলিংয়ের জন্য বাইকটিতে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।

 

বাইকটি তৈরি করেছে ব্যাঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ম্যানকেম অ্যাটোমোটিভ নামের একটি প্রতিষ্ঠান। তারা বাইকটিকে প্রোটোটাইপ হিসেবে তৈরি করেছে। এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং করছে।

 

এর উদ্ভাবকরা জানিয়েছেন, বাইকটিতে হাই ডেনসিটি ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। ফলে এটি সিঙ্গেল চার্জে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৩ পূর্বাহ্ণ | মে ৩০, ২০১৮