| দুপুর ২:০০ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফুলবাড়িয়া ব্যুরো :  ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে খাবার হোটেল ও মুদির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার বেলা ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফুলবাড়িয়া উপজেলা সদরের বাজারে এই জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিউলী হরি এ আদালত পরিচালনা করেন।

 

খোলামেলায় ইফতার বিক্রি করার দায়ে আল মিনার হোটেলে ৩ হাজার, অপরিচ্ছন্ন খাবার পরিবেশন করার কারণে আবু হানিফা হোটেলে ৩ হাজার, মুল্য তালিকা না থাকায় ভাই ভাই স্টোর ২ হাজার এবং হাজী জালাল স্টোরে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ম্যাজিস্ট্রেট শিউলী হরি জানান, দোকানদার কে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে এরপরও এমন ঘটনা ঘটলে সর্বোচ্চ জরিমানা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:২০ পূর্বাহ্ণ | মে ২৮, ২০১৮