| রাত ৮:৫৫ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

এইচটিসির চার ক্যামেরার ফোন

লোক লোকান্তরঃ  চার ক্যামেরার একটি ফোন এনেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। ফোনটির মডেল এইচটিসি ইউ ১২ প্লাস। এর রিয়ারে ও ফ্রন্টে আছে দুইটি করে ক্যামেরা।

 

নতুন এই ফোনটিতে ৬ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

 

লিকুইড সারফেস ব্যাক ডিজাইনে তৈরি ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। বিশেষ ফিচার হিসেবে ফোনটিতে এজ সেন্সিং টু টেকনোলজির আপডেট ভার্সন সংযোজিত হয়েছে।

 

এতে আছে ১২ ও ১৬ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা।

 

কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট সম্বলিত ফোনটিতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটি দুইটি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে।

 

এইচটিসি দাবি করছে তাদের নতুন ফোনটি পানিরোধী। কেননা, এটি আইপি ৬৮ সনদপ্রাপ্ত। ব্যাকআপের জন্য এইচটিসি ইউ১২ প্লাসে রয়েছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

 

অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনের মূল্য ৭৯৯ ডলার।

সর্বশেষ আপডেটঃ ১১:৪৮ পূর্বাহ্ণ | মে ২৭, ২০১৮