| সকাল ১১:৪৬ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

লোক লোকান্তরঃ  ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তিন সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেটে সদর উপজেলার মীরেরগাঁওয়ের জিলকার হাওরে বজ্রপাতে মারা যান তারা।

 

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার মিরের গাঁও গ্রামের বদই আলীর ছেলে আব্দুল আমিন (২০), বাবুল মিয়া (১২) ও ইমন (৮)।

 

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে তারা বাড়ির পাশে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

 

ছবিঃ সংগৃহীত

সর্বশেষ আপডেটঃ ৪:৪৬ পূর্বাহ্ণ | মে ২৭, ২০১৮