| দুপুর ২:৩৫ - শনিবার - ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

গৌরীপুর সংবাদদাতা:  ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার সময় ভুয়া পুলিশ কর্মকর্তা শামীম আহম্মদ (২৮) নামে এক যুবকে আটক করা হয়েছে। পরে স্থানীয় জনতা তাকে গৌরীপুর থানা পুলিশে সোপার্দ করে।

 

শনিবার প্রতারণা করতে যেয়ে স্থানীয়রা তাকে আটক করে।

 

শামীম নেত্রকোণার সদর উপজেলার নাগরা এলাকার জহুর আলীর পুত্র বলে সাংবাদিকদের কাছে পরিচয় দিয়েছেন। এসময় তিনি নিজেকে ভুয়া পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন।

 

স্থানীয় ব্যবসায়িরা জানান, দীর্ঘদিন ধরে গৌরীপুর থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দানকারী জনৈক শামীম বাজারের বিভিন্ন দোকান থেকে বাকীতে জিনিসপত্র নিয়ে টাকা পরিশোধে তালবাহানা করতেন। আর ভয়ে ব্যবসায়িরা তাকে টাকার জন্য তাকে তাগিদ দিতেন না।

 

পরে বিষয়টি আস্তে আস্তে সবার মাঝে সন্দেহের সৃষ্টি হয়। অনেক দিনপর হঠাৎ শনিবার সকালে ওই জনৈক পুলিশের এসআই শামীম শহরের মধ্যবাজারের ফজলু মিয়ার মাংসের দোকান থেকে ৫ কেজি মাংস ক্রয় করেন। এখন টাকা নাই পরে থানা থেকে এসে টাকা দিবেন বলে তিনি (শামীম) চলে যাচ্ছিলেন।

 

এসময় যুবকের গতিবিধি সন্দেহজজনক মনে হওয়ায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে আটক করে গৌরীপুর থানার পুলিশে সোপর্দ করেন।

 

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ দেলোয়ার আহম্মদ জানান, এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

ছবিঃ লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ৪:৪৮ অপরাহ্ণ | মে ২৬, ২০১৮