| বিকাল ৪:৪২ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফেসবুকের নতুন তিন ফিচার

লোক লোকান্তরঃ  ফেসবুক স্টোরি আত্মপ্রকাশ করার পর থেকেই বেড়েছে এর চাহিদা। এটাকে আরো জনপ্রিয় করার জন্য নতুন তিন ফিচার যোগ করা হচ্ছে।

 

কী থাকছে এই তিন ফিচারে?

এবার থেকে ছবি, ভিডিও-র মতো ফেসবুক স্টোরিতে দেওয়া যাবে অডিও। সেক্ষেত্রে সামনে কোনও ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ড রেখে, পিছনে চালানো যাবে আপনার নিজের গলার আওয়াজ বা অন্য কোনও অডিও স্টোরি।

 

দ্বিতীয় ফিচারে থাকছে আপনার পুরনো স্টোরিটি আর্কাইভ করে রাখার সুবিধা। বর্তমানে স্টোরি দেওয়ার ২৪ ঘণ্টা পরই উধাও হয়ে যায় ফেসবুক স্টোরি। তবে এবার আর সেটা হবে না। থেকে যাবে আপনার ফেসবুক স্টোরি আর্কাইভে। চিন্তা নেই, এতে খরচ হবে না আপনার ফোনের মেমোরি।

 

ফেসবুক ক্যামেরার মাধ্যমে কোনও ছবি বা ক্লিপিংস তোলা হলে তা সেভ করে রাখা যাবে ফেসবুকেই। এতেও খরচ হবে না ফোনের মেমোরি।

সর্বশেষ আপডেটঃ ২:৪০ অপরাহ্ণ | মে ১৯, ২০১৮