| রাত ১০:৪১ - শনিবার - ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অপহৃত শিক্ষার্থী এসএসসি’তে জিপিএ ৫ পেয়েছে

লোক লোকান্তরঃ   ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক মেধাবী ছাত্র অপহরনের দুই মাসেও উদ্ধার হয়নি। উপজেলার ১নং নাওগাও ইউনিয়নের শিবপুর গ্রামের অপহৃত স্কুল ছাত্র মেহেদী হাসান এসএসসি পরীক্ষায় পলাশীহাটা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়েছে।

 

উল্লেখ্য গত ৬ মার্চ মুঠোফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে তার এক বন্ধু।

 

৭মার্চ দুপুরে মেহেদীর মুঠোফোন নম্বাররে মেহেদীর মা মিনারা বেগমের কাছে বলে ২৪ ঘন্টার মধ্যে ৬ লাখ টাকা দিলে তার ছেলে বেঁচে যাবে। এই ঘটনায় থানা পুলিশ তুষারকে আটক করে।

 

তুষার পুলিশকে জানায় মেহেদী তার সাথে ঢাকায় যায় এরপর কিছুই জানে না তুষার। তুষার জামিনে মুক্ত। তদন্তে থানা পুলিশ রহস্য উদঘাটন করতে না পারায় মামলাটি মযমনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি পুলিশ) তদন্ত করছে।

 

মামলার তদন্তকারী এস. আই. ইখতিয়ার জানান, মেহেদী অপহরনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

এফ এন এস

সর্বশেষ আপডেটঃ ৯:৪০ পূর্বাহ্ণ | মে ১০, ২০১৮