| দুপুর ১:৫০ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে জুয়ার রাজ্যে পুলিশ ও ডিবির হানা, আটক-১৯

হালুয়াঘাট প্রতিনিধিঃ  ময়মনসিংহের হালুয়াঘাটে কুখ্যাত জুয়ারি মুখলেছুর রহমান ওরফে চাকমার জুয়ার মঞ্চে পৃথক পৃথকভাবে পুলিশ ও ডিবি হানা দিয়ে ১৯ জুয়ারিকে আটক করে।

 

৭ মে সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার দুপুরে এই পৃথক দুটি অভিযান চালানো হয়।

 

সুত্রে জানা যায়, ময়মনসিংহ ডিবি পুলিশ রাত ২টার দিকে হালুয়াঘাটের নাগলা বাজারের চাকমার বাড়ির পাশেই চলমান চাকমার জুয়ার মঞ্চ থেকে ১৭ জনকে আটক করে। এ সময় জুয়ারিদের গড ফাদার চাকমা পালিয়ে যায়।

 

অপরদিকে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে চাকমার বাড়িতে অভিযান চালিয়ে চাকমার দুই পুত্র আতাউর (৩০) ও আজহারুল (২২) নামে কুখ্যাত দুই জুয়ারিকেও আটক করেছেন বলে ওসি জাহাঙ্গীর আলম তালুকদার জানিয়েছেন।

 

আটককৃতরা হলেন, হালুয়াঘাট মনকান্দার হাবিবুর রহমান হাবিব, শাকাওয়াত, ফুলপুরের উজ্জ্বল হোসেন, সুলতান, আমির হামজা, নজরুল ইসলাম, ভাইটকান্দির মোস্তফা, তারাকান্দার খালিদ হাসান, হান্নান, ময়মনসিংহের ভাটিকাশরের রফিক, কালিবাড়ির রামকৃষ্ণ বিশ্বাস, নেত্রকোনার হিরনপুরের এরশাদ ও দুলাল, কেন্দুয়ার আব্দুল খালেক, ঘাঘরার শফিক ভুইয়া, পূর্বধলার বিলু দাস,শেরপুর নকলার জীবন।

 

আটকের বিষয়ে ওসি জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, চাকমাসহ হালুয়াঘাটে সকল জুয়ারিদের ধরতে সক্রিয় অভিযান চলছে। জুয়া নির্মূলে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | মে ০৮, ২০১৮