| সকাল ১১:১৮ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:  শিশু খাদ্য আইসক্রিমে রঙ মেশানো এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় কিশোরগঞ্জের হোসেনপুরের রামপুর বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

রোববার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ জরিমানা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন-জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ২টি হলো-উপজেলার রামপুর বাজারের রবিউল্লাহ স্টোর ও আনোয়ার ফার্মেসি।

 

সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন জানান, রোববার রাতে হোসেনপুরের রামপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় রঙ ও ঘনচিনি মিশিয়ে তৈরী শিশুখাদ্য আইসক্রিম রাখায় রবিউল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আনোয়ার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২:৪২ অপরাহ্ণ | মে ০৭, ২০১৮