| ভোর ৫:৫২ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের এসএসসি’তে স্কুল গুলোর পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা

শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহঃ  রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে ফল জানতে পারছেন।

 

ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষা নগরী ময়মনসিংহের নামীদামী স্কুল গুলোর মধ্যে একমাত্র ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

 

প্রতিবরের মত এবারও ময়মনসিংহ গার্লস ক্যাডেটে কলেজের ৫০জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

 

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯০ জনের মধ্যে ২৮৫ জন পরীক্ষার্থী পাশ করেছে জিপিএ-৫ পেয়েছে ২২৫ জন।

 

ময়মনসিংহ জিলা স্কুলে ২৮০ জনের মধ্যে ২৭৯ জন পরীক্ষার্থী পাশ করেছে এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২০ জন।

 

গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল থেকে ১২০ শিক্ষার্থীর মধ্যে পেয়ে উত্তীর্ণ হয়েছে ১১৫ জন।

 

 

প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে ২৭৭ জনের মধ্যে ২৭১ জন পাশ করেছে এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন,ফলাফল ঘোষনার পর নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।

 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গতবারের চেয়ে এবার শিক্ষার্থীদের পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা।

 

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার এই হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ। তবে এবার জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

 

এবার জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার এই সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন, যা গতবছরের তুলনায় পাঁচ হাজার ৮৬৮ জন বেশি।

 

ছবিঃ ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের সময়ের

সর্বশেষ আপডেটঃ ৪:১৩ অপরাহ্ণ | মে ০৬, ২০১৮