| বিকাল ৩:০৮ - বৃহস্পতিবার - ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাসচাপায় পা হারানো ময়মনসিংহের রোজিনা মারা গেছেন

লোক লোকান্তরঃ  রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারানো রোজিনা (২১) আক্তার মারা গেছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রজিনা(২১)। চিকিৎসকের বরাত দিয়ে রোজিনার বাবা রুসুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ময়মনসিংহের মেয়ে রোজিনা গত ১০ বছর ধরে ঢাকায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করে আসছিলেন। সে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাও গ্রামের রাবেয়া খাতুন ও রশিদ মিয়ার সন্তান। সাত ভাইবোনের মধ্যে রোজিনা দ্বিতীয়।

 

গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়িতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোজিনা।
হাসপাতালে প্রথমবার অস্ত্রোপচারে রোজিনার ডান পা উরু থেকে কেটে ফেলা হয়। কিন্তু সেখানে পচন ধরায় আবারও অস্ত্রোপচার করে বাকি অংশটুকু ফেলে দিতে হয়। এর পর থেকে ক্রমে তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে।

 

রাবিয়া খাতুন ও রশিদ মিয়ার সাত সন্তানের মাঝে ছয় মেয়ে, এক ছেলে। ছোট থাকতেই কাজের জন্য ঢাকায় আসে রোজিনা।

 

একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে পরিবার নিয়ে চিন্তিত বাবা রসুল মিয়া।

সর্বশেষ আপডেটঃ ১১:৪৪ পূর্বাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৮