| দুপুর ১২:২২ - শুক্রবার - ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ব্রিজ নিয়ে ঝুঁকিতে দুই উপজেলার জনসাধারণ

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশালঃ   ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে ত্রিশাল-ফুলবাড়ীয়া সড়কে পোড়াবাড়ী বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া খিরু নদীর উপর ৩ যুগ আগে নির্মিত বেইলি ব্রিজটি ভেঙ্গেচুরে এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

 

জোড়াতালির ওই ভাঙ্গা ব্রিজ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ দুই উপজেলার হাজার হাজার সাধারন মানুষ ও যানবাহন। ব্রিজটি মেরামতে কিংবা পুনঃনির্মাণে আশ্বাস দিলেও দীর্ঘদিনেও সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের।

 

জানা যায়, ত্রিশাল-ফুলবাড়ীয়াসহ উপজেলার দক্ষিনাঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কের পোড়াবাড়ী বাজারের মধ্যদিয়ে বয়ে যাওয়া খিরু নদীর উপর ১৯৮২ সালে ২৪২ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ এ বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।

 

নির্মাণের ১০-১২ বছর পেরুতেই ব্রিজের অনেকগুলো পাটাতনে মরিচা ধরে ভেঙ্গে পড়তে শুরু করে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির ভেঙ্গে যাওয়া পাটাতন দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানোর ফলে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে আহত হচ্ছেন অনেকেই। দুর্ঘটনায় পতিত হচ্ছে যানবাহন।

 

বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। এছাড়া ওই ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকলেও প্রতিদিন গড়ে প্রায় কয়েকশ ভারি যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা জানায়, ব্রিজের বিভিন্ন স্থানে ভাঙ্গা থাকার কারণে গত কয়েক বছরে ঘটে যাওয়া ছোট বড় দুর্ঘটনায় এ পর্যন্ত কয়েকশ মানুষ আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছেন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে ভারি যানবাহনের সাথে চলাচল করছেন এই অঞ্চলের স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। নদী পারাপারে জনদুর্ভোগ ও ঝুঁকিমুক্ত করতে ব্রিজটি নতুন করে নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

 

পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা, ঐশি, রিফাত, রনি, মেহেদী, আরাফাত সহ কয়েকজন শিক্ষার্থী বলেন, এই ব্রিজ দিয়ে আসাযাওয়া করতে আমাদের অনেক ভয় করে। স্কুলে যেতে বা নদী পারাপার হতে এটিই একমাত্র রাস্তা। তাই ঝুঁকি আর ভয় নিয়েই আমরা ব্রিজ পাড় হই।

 

স্থানীয় হুমায়ুন কবীর চাষী জানান, কয়েক বছর আগে ব্রীজ দিয়ে হেটে পাড় হওয়ার সময় ব্রীজের পাটাতন ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে মারাত্বক আহত হন পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম গ্রামের সাখাওয়াত হোসেন। পঙ্গু হয়ে এখন তিনি মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয় করিম নামে একব্যক্তি জানান, কয়েকদিন আগে জোড়াতালির ফাঁকে ভ্যানের চাকা পড়ে ভ্যান উল্টে তিনিসহ কয়েকজন ছিটকে পড়ে যান নদীতে। তিনি আরো বলেন ছোট বড় এমন দুর্ঘটনা অনেক।

 

মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মন্ডল জানান, একটি নতুন ব্রিজের আবেদন নিয়ে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ পারছি যেন এই এলাকার জনদুর্ভোগ দুর হয়।

 

উপজেলা প্রকৌশলী শাহেদ হোসেন জানান, পুরো ব্রিজটি সংস্কারের জন্য জেলা প্রকৌশল অফিসের মাধ্যমে আবেদন করা হয়েছে।

 

ছবিঃ লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ৯:৪০ পূর্বাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৮