| ভোর ৫:৫৮ - মঙ্গলবার - ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে রজব, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ইট ভাঙার গাড়ি উল্টে নিহত ১

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের তারাকান্দায় ইট ভাঙার গাড়ি উল্টে নাসির উদ্দিন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন।

 

শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের স্থানীয় রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, বিকেল ইট ভাঙার ওই গাড়িটি স্থানীয় বকশিমূল থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক নাসিরের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

 

তারাকান্দা থানার ওসি মাজাহারুল হক এর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০১৮