| রাত ২:৪৫ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে চরণ পানি দিয়ে ধুয়ে মায়ের প্রতি ভালবাসার প্রকাশ শিক্ষার্থীদের

মুক্তাগাছা প্রতিনিধিঃ   “আমি চাঁদকে বলি, তুমি সুন্দর নও আমার মায়ের মত” এই বিশ্বাসকে বুকে ধারণ করে ময়মনসিংহের মুক্তাগাছায় পলশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মায়ের চরণ নিজ হাতে পানি দিয়ে ধুয়ে শিক্ষাথীরা মায়ের প্রতি তাদের ভালবাসার প্রকাশ ঘটালো।

 

শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার ও উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন।

 

অনুষ্ঠানর এক পর্যায়ে মায়ের পায়ে পানি ঢেলে তা ধুয়ে দিচ্ছে সন্তান। তারপর মুছে দিচ্ছে মায়ের পা। এইদিন সন্তানের এমন ভক্তিতে মায়ের চোখ বেয়ে পানি নেমে আসে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণা সরকারের সভাপতিতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।

 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মাজহারুল, শহর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব নূর উদ্দিন আহমদ খান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক খন্দকার আশরাফুজ্জামান খোকন ও খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মোল্লা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জারীগান , ডিসপ্লে ও সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও বিপুর সংখ্যক অভিভাবক-অভিভাবিকা , বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

 

ছবিঃ লোক লোকান্তর

সর্বশেষ আপডেটঃ ৮:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০১৮