| রাত ৮:৫৭ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পেশাগত দক্ষতা অর্জনে কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার প্রয়োগ করতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ  জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুজ্জ্বল করতে ছাত্র-ছাত্রীদের সততা, নিষ্ঠা এবং দক্ষতারসাথে কাজ করতে হবে। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে কর্মক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতার প্রয়োগ করতে হবে।

 

আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের ৫২তম ব্যাচের ইন্টার্নশিপ সমাপনি অনুষ্ঠান ২০১৭ ও ইন্টার্নদের সার্টিফিকেট বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর কথা গুলো বলেন।

 

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ভেটেরিনারি অনুষদের ৫২তম ব্যাচের ইন্টার্নশিপ সমাপনি অনুষ্ঠান ও ইন্টার্নদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

এসময় ভেটেরিনারি অনুষরদের ডীন প্রফেসর ড. প্রিয় মোহন দাস এর সভাপতিত্বে ইন্টার্নশিপ সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেটা এর হেড অব মার্কেটিং ডা. বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ.এস মাহফুজুল বারি। অনুষ্ঠানে ইন্টার্ণবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশ গ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ২:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৮