| সকাল ১০:৫৮ - শনিবার - ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে বজ্রপাতে নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে বজ্রপাতে এক স্কুলছাত্রী ও এক যুবক নিহত হয়েছেন।

 

হালুয়াঘাট উপজেলায় বজ্রপাতে আনিস মিয়া (১৭) নামে এক যুবক নিহত হয়। রবিবার বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

 

জানা যায়, রবিবার দুপুরে হালুয়াঘাট সদর ইউনিয়নের পূর্ব কালিয়ানীকান্দা গ্রামের আবুল কালামের পুত্র আনিস মিয়া বোরো ধান কেটে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

 

এর তিন দিন আগে ৫ এপ্রিল, বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আফরোজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আফরোজা স্থানীয় উছাখিলা ইউনিয়নের কালিরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উছাখিলা ইউনিয়নের মরিচারচর গাঙ্গিনারপাড় এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে।

 

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ি থেকে দৌড়ে পাশের মাঠে ছাগল আনতে যায় আফরোজা।

 

ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ আপডেটঃ ১০:৫০ পূর্বাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৮