| বিকাল ৫:০৪ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সপ্তম শ্রেনীর ছাত্র বলাৎকার, দশম শ্রেণির ২ ছাত্র আটক

লোক লোকান্তরঃ  কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র হৃদয় ও শাহীনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিম বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে চিকিৎসাধীন। ঘৃণিত ঘটনাটি প্রকাশ হওয়ার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।

 

ঘটনার খবর পেয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভিকটিমকে দেখতে যান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

 

এরপরই কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযানে গিয়ে অভিযুক্ত দুই ছাত্রকে স্কুলের ছাত্রাবাস থেকে রাত ১০ টার দিকে আটক করে। তারা হলো- উখিয়া মরিচ্যা এলাকার সুপাল শর্মার ছেলে হৃদয় শর্মা (১৪) এবং সদরের ঝিলংজা বাংলাবাজার ডিককুলের আলতাজ আহমদের ছেলে অহিদুল ইসলাম শাহীন (১৫)।

 

তারা উভয়েই দশম শ্রেনীর ছাত্র। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্সের নেতৃত্বে অভিযানকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সোলতান, ইউপি সদস্য শরীফ উদ্দিনসহ মান্যগন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ভিকটিমের অভিযোগ (ভয়েস রেকর্ড সংরক্ষিত), সে হোস্টেলের ছাত্র। হৃদয় শর্মা ও অহিদুল ইসলাম শাহীন বেশ কিছু দিন ধরে তাকে বলৎকার করে আসছিল। তারা ঘটনাটি প্রকাশ না করতে ভিকটিমকে চাপ দেয়। ভয়ে ঘটনার কথা কাউকে বলেনি।

বলৎকারের শিকার ছাত্রের মা দুঃখ ও আবেগভরা ভাষায় বলেন, আমার ছেলেকে ভাল রেজাল্ট করার জন্য হোস্টেলে দিয়েছিলাম। হোস্টেলে ভর্তি করার পর প্রায় সময় তাকে নির্যাতন করা হতো বলে জানাতো। আমি বিশ্বাস করতাম না।
মনে করতাম, লেখাপড়ার ভয়ে এসব বলছে। এরপরও আমার বাচ্চাকে চাপ সৃষ্টি করে হোস্টেলে পাঠাই। পরবর্তীতে এ সমস্যার কথা শুনতে পাই।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ হাসপাতালে গিয়ে ভিকটিম ও তার মায়ের বক্তব্য শুনি। ঘটনাটি খুবই দুঃখজনক।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের অভিযান চালিয়ে দুই ছাত্রকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৯ পূর্বাহ্ণ | এপ্রিল ০৫, ২০১৮