| বিকাল ৩:১০ - মঙ্গলবার - ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসের আগেই গ্রেফতার অনিক

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে অভিযান চালিয়ে চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আগেই মোঃ আব্দুল কাইয়ুম ওরফে অনিক (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

 

সোমবার (২ এপ্রিল ) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজার এলাকা থেকে ময়মনসিংহ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। সে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

 

ময়মনসিংহ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার হফিজুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগেই অনিককে গ্রেফতার করা হয়। সে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ২ এপ্রিল শুরু হওয়া চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার কথা বলে তার ফেসবুক ওয়ালে একটি পোষ্ট দেয়।

 

পাশাপাশি টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষার্থীকে চলতি এইচএসসির পরীক্ষার সব গুলো প্রশ্ন ফাঁস করে নগদ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। পরে খবর পেয়ে উপজেলার উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে র‍্যাব-১৪।

 

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসাবাদে চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে ফাঁস করে তার কিছু তথ্য পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার আগেই র‍্যাব তাকে গ্রেফতার করে। এই প্রশ্নপত্র ফাঁসের সাথে আরও কেউ জরিত আছে কিনা তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে পরে প্রেসব্রিফিং করে আরও বিস্তারিত বলা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

 

প্রসঙ্গত, সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী সংখ্যা ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। তার মধ্যে ছেলে ৫ লাখ ৫২ হাজার ৬১২ এবং মেয়ে ৫ লাখ ৩৯ হাজার ৯৯৫ জন। অন্যদিকে, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২৭ জন। যার মধ্যে মেয়ে ৪৪ হাজার ১৩৫, ছেলে ৫৫ হাজার ৯৯২ জন। এছাড়াও কারিগরি শিক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন।

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ পূর্বাহ্ণ | এপ্রিল ০৩, ২০১৮