| বিকাল ৫:৪৪ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রুদ্ধশ্বাস ম্যাচ ও ‘নাগিন ড্যান্স’

লোক লোকান্তরঃ  নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার করা ১৫৯ রানের জবাবে মাহমুদুল্লাহ বীরত্বে ২ উইকেট ১ বল হাতে রেখে রোমাঞ্চকর জয় তুলে নেয় টাইগাররা। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দে মাঠেই ‘নাগিন ড্যান্স’ মাতলেন বাংলাদেশি ক্রিকেটাররা।

 

শুক্রবার লঙ্কা-বাংলা ম্যাচের মোড় ক্ষণেক্ষণে বাঁক নেয়। আগে ব্যাট করতে নামা লঙ্কানরা দলীয় ৪৫ রানে হারিয়ে ব্যাকফুটে। তবে দুই পেরেরার ব্যাটে লড়াইয়ের পুঁজি স্বাগতিকদের। ১৬০ রানের টার্গেট দেয় বাংলাদেশকে।

 

জবাবে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিলো বাংলাদেশ। তবে তামিম ইকবাল-মুশফিকুর রহিম-সাকিব আল হাসানের বিদায়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তখন মাঠে মাহমুদউল্লাহ আর রুবেল হোসেন।

 

ম্যাচের একেবারে শেষ প্রান্তে, শেষ ওভারে উদানার প্রথম দু’টি ডেলিভারি ব্যাটসম্যানের কাঁধের উপর দিয়ে গেলেও আম্পায়ার নো-বল দেয়নি। এতি বাধে বাগবিতন্ডতা। দুই দুলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়ে গেল কথার লড়াই। তাতে যোগ দিলেন সাইড বেঞ্চের খেলোয়াড়েরাও।

 

উত্তেজনায় ঠাসা পুরো প্রেমাদাসা। ৩৫ হাজার দর্শকের গগনবিদারী চিৎকারের চেয়ে বেশি জোরালো হয়ে উঠল সাকিব আল হাসানের চিৎকার-রিজার্ভ আম্পায়ারের কাছে বাংলাদেশ অধিনায়কের আবেদন, কেন নো বল দেওয়া হলো না, কেন? যথার্থ উত্তর না পেয়ে কঠিন এক সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক, দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আর রুবেল হোসেনকে ড্রেসিংরুমে ফিরে আসার ইঙ্গিত করেছিলেন।

 

পরিস্থিতি ঠান্ডা করলেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। দুই ব্যাটসম্যানকে ম্যাচ শেষ করে আসার নির্দেশ দিলেন। সেনা পাহারায় ডাগ আউট থেকে সাকিবকে পাঠিয়ে দেওয়া হলো ড্রেসিংরুমে।

 

যদিও ম্যাচের পর তার জন্য ক্ষমা চেয়ে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বরং ভবিষ্যতে আবেগ নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়ে রবিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে শ্রীলঙ্কার সমর্থকদের পাশে চাইলেন বাংলাদেশ অধিনায়ক।

 

পরে যা হলো তা ইতিহাস! ১ বল বাকি থাকতে উদানাকে কবজির মোচড়ে ফ্লিক করে স্কয়ার লেগের ওপর দিয়ে গ্যালারিতে পাঠালেন। মাহমুদউল্লাহ মিলিয়ে দিলেন সব সমীকরণ। শুরু হলো বাংলাদেশের দলীয় ‘নাগিন ড্যান্স’ তাতে যোগ দিল কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টও!

 

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু স্বাধীনতা সিরিজের ফাইনালেই নেই তারা। নিদাহাস ট্রফিতে বাংলাদেশের সাথে প্রথম সাক্ষাতেও হার হজম করে শ্রীলঙ্কাকে।

 

ছবিঃ সংগৃহীত

সর্বশেষ আপডেটঃ ৪:২৬ পূর্বাহ্ণ | মার্চ ১৭, ২০১৮