| ভোর ৫:৩৭ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মিরপুরে বস্তিতে আগুনে পুড়ল তিন হাজার ঘর

লোক লোকান্তরঃ  রাজধানীর মিরপুর ১২ নম্বরের পল্লবী থানা এলাকার ইলিয়াছ মোল্লা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন ‍লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। এতে তিন হাজারেরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

সোমবার ভোর চারটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

 

জানা গেছে, ভোর চারটার দিকে হঠাৎ বস্তিটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। চিৎকারে ঘুমিয়ে থাকা মানুষ জেগে উঠে দ্বিগ্নিদিক ছোটাছুটি করতে থাকেন।

 

খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভোর ছয়টার দিকে আরও পাঁচটি ইউনিটসহ মোট ২১টি ইউনিট চেষ্টা চালিয়ে সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

জানা গেছে, বস্তিটিতে থাকা লোকজনের মধ্যে বেশির ভাগই পোশাক কারখানার শ্রমিক। এজন্য প্রায় সবার ঘরেই পোশাকের ঝুট এবং প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া পাওয়া যায়নি হতাহতের কোনো খবরও।

 

অগ্নিকাণ্ডের পর স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ঘটনাস্থলে পৌঁছে জানান, বস্তিটিতে প্রায় ২৫ হাজার মানুষ বসবাস করে। সেখানে সাত থেকে আট হাজারের মতো ঘর রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১১:৩১ পূর্বাহ্ণ | মার্চ ১২, ২০১৮