| সকাল ১১:৪৭ - রবিবার - ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

হোসেনপুরে লালডিঙ্গি পানের দাম চড়া

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :  হোসেনপুরে লাগামহীন ভাবে বেড়ে চলছে লালডিঙ্গি পানের বাজার। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে পানের বরজ ঝড়ে যাওয়ায় লালডিঙ্গি পান চড়া দামে বিক্রি হচ্ছে।

 

বড় পাতার পান হাতের নাগালের বাইরে রয়েছে। আর ছোট পাতার পান ও কিনতে হচ্ছে চারগুন বেশি মূল্যে।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরুল কায়েস জানান, বছরের শুরুতে ঘনকুয়াশায় কিছু এলাকায় পান বরজের ক্ষতি হয়েছে। বৃষ্টি হলেই পান বরজে নতুন পাতা গজাবে। ফলে পানের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

 

বর্তমানে এক বিড়া বড় পান ৫০০ থেকে ৬০০ টাকা, মাঝারি এক বিড়া পান ৩৫০ থেকে ৪০০ টাকা এবং ছোট এক বিড়া পান ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার বেড়ে যাওয়ায় পান পিপাসীরা চরম বিপাকে পড়েছেন।

 

উপজেলার ভরুয়া গ্রামের পান চাষী মো. নবী হোসেন জানান, ইদানিং পানের বাজার বেশি থাকায় ভাল মুনাফা হয়েছে। বর্তমানে পানের কদর ও মূল্য বেশি থাকায় পান গাছকে টাকার গাছ হিসেবে চাষীরা আখ্যায়িত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:১১ অপরাহ্ণ | মার্চ ০৩, ২০১৮