| বিকাল ৩:১১ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীদেবী’র মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বালুর ভাস্কর্য

লোক লোকান্তরঃ  শ্রীদেবীর মৃত্যু যেন ভারত ও প্রতিবেশি দেশগুলোকে চরম নাড়া দিলো। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে দেশ-বিদেশের গণমাধ্যম যেভাবে সংবাদ প্রকাশ করেছে তাতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে।

 

তাঁর ভক্ত, সহকর্মী, কাছের মানুষ, ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে অনেকেই শোক প্রকাশ করেছেন।

 

ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নামে হ্যাশট্যাগ দিয়ে অনেকেই স্মৃতিচারণ করেছেন।

 

এদিকে ভারতের বিখ্যাত বালু ভাস্কর্যের শিল্পী সুদর্শন পাটনায়েক শ্রীদেবীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই শ্রীদেবীর ভাস্কর্য তৈরি করে আলোচনায় চলে এসেছেন।

 

রোববার এক টুইটার বার্তায় ওই শিল্পকর্মের ছবি শেয়ার করে সুদর্শন পাটনায়েক লিখেছেন, ‘আমরা আপনাকে মিস করবো। আপনার শান্তি কামনা করছি।’

 

তিনি শ্রীদেবীর জন্য ওড়িশার পুরি সমুদ্র সৈকতের বালিতে চোখ ধাঁধানো চমৎকার একটি ভাস্কর্য তৈরি করেছেন।

 

প্রসঙ্গত, ‘চাঁদনি’ খ্যাত তারকা শ্রীদেবী শনিবার রাত সাড়ে ১১টায় দুবাইয়ে আকস্মিক না ফেরার দেশে চলে গেছেন।

সর্বশেষ আপডেটঃ ১০:৩২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০১৮