| সন্ধ্যা ৭:৫৬ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রথম পৌরসভার নির্বাচন, সদর ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

আনছারুল হক রাসেলঃ বহু প্রতীক্ষার পর ময়মনসিংহের হালুয়াঘাটে প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ।

 

১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তফসিল ঘোষনার পর হালুয়াঘাট সদর ইউনিয়ন থেকে ২ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ ইউপি চেয়ারম্যান থেকে অব্যাহতি প্রদান করেন।

 

তিনি হালুয়াঘাটের প্রথম পৌর নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করবেন বলে জানান। তিনি একাধারে ১৫ বছর ইউপি চেয়ারম্যান ছিলেন। ইতোমধ্যে তিনি পৌর নির্বাচনী প্রচারনায় নেমেছেন।

 

তফসিল অনুযায়ী হালুয়াঘাট পৌরসভার নির্বাচনের ১ মার্চ মনোনয়নপত্র জমা, ৪-৫ মার্চ বাছাই, ৬-৮ মার্চ আপিল, ১১ মার্চ চূড়ান্ত প্রকাশ, ১২ মার্চ প্রত্যাহার ও ১৩ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

 

ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার ও হালুয়াঘাট নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

 

ছবিঃ ২ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ

সর্বশেষ আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০১৮