| রাত ১২:৫৯ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম, সিলেট ২০০০ টাকায়

লোক লোকান্তরঃ  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাত্র দুই হাজার টাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেটে গমন করা যাবে। এর সঙ্গে কোনো ট্যাক্স ও সারচার্জ যুক্ত হবে না।

 

১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

 

বিমানের মহাব্যস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে কর ও সারচার্জসহ মাত্র দুই হাজার টাকায় (ওয়ানওয়ে) এই ভাড়ায় ভ্রমণ করা যাবে।

 

এই ভাড়ার ওপর দুই বছরের শিশুদের জন্য ৯০ শতাংশ ও দুই থেকে ১২ বছর বয়সীদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

 

এতে বলা হয়, বিমানের সব বিক্রয়কেন্দ্র, ট্রাভেল এজেন্ট থেকে নগদ অর্থে, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড ও রকেটের মাধ্যমে টিকিট কেনা যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীষ্মকালীন সময়সূচিতে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮টি ফ্লাইট পরিচালনা করছে।

 

এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১১:৪২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০১৮